ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে কয়েকশ ফলের গাছ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মিরপুরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে কয়েকশ ফলের গাছ

কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের দেড় বিঘা জমির কমলা-মাল্টা, পেয়ারার বাগানের কয়েকশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (০৩ জুলাই) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন কৃষক জিয়াউর রহমান।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশানগর এলাকায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান বলেন, ‘আমি ৭-৮ মাস আগে নিজের দেড় বিঘা জমিতে প্রায় এক হাজার গাছের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে কমলা লেবু, মাল্টা ও পেয়ারার গাছের চারা রয়েছে। পেয়ারা গাছ গুলোতে ফুল এবং গুটিও এসেছে। আশা ছিলো এবছর শুধু পেয়ারাই পাবো প্রায় লাখ টাকার।সকালে জমিতে লেবার নিয়ে কাজ করতে গিয়ে দেখি, বাগানের ১ হাজার গাছের মধ্যে প্রায় ৬০০ গাছ কাটা পড়ে রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০/৪০০ পেয়ারা গাছ, ১২০টি কমলা লেবু এবং ৫০টি মাল্টা গাছ। এতে আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে এমন ক্ষতি করে দিয়ে গেছে। তবে যেই এমনটি করুক, আমি তার বিচার চাই।’

এ ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ কৃষকের ফল বাগান পরিদর্শন করেছেন।

এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শত্রুতা করেই এ ঘটনের ঘটনা ঘটিয়েছে। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।


কুষ্টিয়া/কাঞ্চন কুমার/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়