ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৭ জনসহ করোনায় মোট আক্রান্ত ১১২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৭ জনসহ করোনায় মোট আক্রান্ত ১১২০

ব্রাহ্মণবাড়িয়ায় আজ আরও ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২০ জন হলো।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ৫৭ টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবায় ৯ জন, আশুগঞ্জে ৩ জন, আখাউড়ায় ২ জন ও নাসিরনগরে ২ জন, সরাইলে ১ জন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৯ জন ও মারা গেছেন ১৯ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮৩৬ জন। এর মধ্যে জেলায় ৮০৬ জন ও অন্য জেলাতে ৩০ জন।


ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়