ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেষ হলো গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন 

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শেষ হলো গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন 

শেষ হলো গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন। 

করোনার হটস্পট গাজীপুরে সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এখানে গত ১৩ জুন থেকে শুরু হওয়া লকডাউন শনিবার (৪ জুলাই) থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডই লকডাউন মুক্ত।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ইউএনও জানান, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত মাসের ১২ জুন রাত ১২ টা থেকে ওই ৩টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়।

জানা গেছে, কালীগঞ্জে এ পর্যন্ত সর্বমোট ২৪৮২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের থেকে ইতোমধ্যে ২৩৮ জন করোনা জয় করে ঘরে ফিরেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

 

রফিক সরকার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়