ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭৯ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া, নওগাঁর দুজইন, জয়পুরহাটের ২২ জন, বগুড়ার ৪৭ জন, সিরাজগঞ্জের ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৯ জনে। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ২৪৬ জন শনাক্ত হয়েছে।

বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এরমধ্যে রাজশাহীতে ১৪৫, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৩০৫, নাটোরে ৬৬, জয়পুরহাটে ১৫১, বগুড়ায় ৮৬০, সিরাজগঞ্জে ৬৬ ও পাবনায় ১৪২ জন করোনা জয় করেছেন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৫৯৭ জন।

 

তানজিমুল হক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়