ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গোপালগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে নতুন করে ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬৫ জনে।

শনিবার (৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নয়জন, টুঙ্গিপাড়া উপজেলায় ছয়জন, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, কোটালীপাড়া উপজেলায় একজন ও মুকসুদুপুর উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় ১২ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৩১৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৩৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৭৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ২০৯ জন, মুকসুদপুর উপজেলায় ১৭১ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, কোটালীপাড়া উপজেলায় ১১৮ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১১৬ জন রয়েছেন। এরমধ্যে ডাক্তার, নার্সসহ ৬৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়