ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাকিমপুরে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাকিমপুরে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

কর্মসূচি শুরুর প্রথম দিন শনিবার (৪ জুলাই) মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি করায় তিনটি পোশাকের দোকান তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।

সকালে হিলি বাজারে কমসূচির উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এ সময় তিনি দোকানে দোকানে গিয়ে মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

একই সময় তিনি মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি করায় তিনটি দোকান বন্ধ করে দেন এবং দোকানদারদের সতর্ক করে দেন। তখন সেখানে বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মেয়র জামিল হোসেন চলন্ত সকলকে এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান।


মোসলেম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়