ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আখাউড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আখাউড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম হিরণকে সাময়িক বরখাস্ত করেছে পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় আশরাফুল আলমের মোগড়া এলাকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওই শিক্ষক ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরে থানা পুলিশকে অবহিত করা হয়। রাতে ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্ত শিক্ষক আশরাফুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন কারণে তিনি স্থানীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। একটি মহল তাকে ফাঁসিয়ে দিয়েছে। কোনো ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের কোনো ঘটনা তিনি ঘটাননি।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ নিজামী জানান, ওই ছাত্রীর মায়ের দেওয়া অভিযোগটি নারী নির্যাতন মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়েছে। মামলায় ওই ছাত্রীকে কামড় দেওয়াসহ নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়