ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জের ডিসির উদ‌্যোগে ৫৮ একর সরকারি জমি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জের ডিসির উদ‌্যোগে ৫৮ একর সরকারি জমি উদ্ধার

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকার পানছড়ি মৌজায় অবৈধ দখল থেকে সরকারি ৫৮.৫০ একর জমি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৮.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এ জমি উদ্ধারে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস‌্যসহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

এ সময় জেলা প্রশাসক উদ্ধারকৃত জমি থেকে অবৈধভাবে গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের (গাছ কর্তনকারী) বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।


হবিগঞ্জ/মামুন চৌধুরী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়