ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নারী উদ্যোক্তাদের মূলধারায় সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘নারী উদ্যোক্তাদের মূলধারায় সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ।

শনিবার (৪ জুলাই) বিকেলে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিডব্লিওসিসিআই এর কোভিড-১৯ হেল্পডেস্কে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণগ্রহণে আবেদনকারী নারী উদ্যোক্তা এবং দেশের বিভিন্ন জেলার উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিদের সঙ্গে ঋণগ্রহণ সংক্রান্ত ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলোর দায়িত্ব নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের মূলধারায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় ঋণ সহযোগিতা করা। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে পারলে জিডিপিতে সুফল বয়ে আনবে।

মহামারির এই সংকটকালে হতাশ না হয়ে ধৈর্যসহকারে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দেন তিনি।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এফবিসিসিআই’র পরিচালক মনোয়ারা হাকিম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি লায়ন কামরুন মালেক, ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ড-প্রিজম প্রজেক্টের টিম লিডার আলী সাবেত।

 

রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়