ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁয় নারীদের বিনামূল‌্যে স্বাস্থ‌্যসেবা দিলো সেনাবাহিনী

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নওগাঁয় নারীদের বিনামূল‌্যে স্বাস্থ‌্যসেবা দিলো সেনাবাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী।

রোববার (৫ জুলাই) ১২ টা থেকে দিনব্যাপী ১১পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মংগলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনাবাহিনী ১০ বীর অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম মাবুদ হাসান পিএসসি।

সম্মিলিত সাময়িক হাসপাতাল বগুড়ার তত্ত্বাবধানে সিনিয়র গাইনোলজিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার কর্নেল শাহনূরসহ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ৩০০ জন গর্ভবতী মাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়। এসময় ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্নেল মোছা. তহমিনা আকতার, মেডিক‌্যাল অফিসার ক্যাপ্টেন মুনমুন, ১০ বীর এর ক্যাপ্টনে পারভেজ ও ক্যাপ্টেন জুয়েলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


এ কে সাজু/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়