ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ ২ জনের মৃত্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ ২ জনের মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দিনের বিভিন্ন সময়ে করোনা আইসোলশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন।

মৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার বাসিন্দা খোরশেদ আলী (৬০) ও শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা গুল নাহার (৫০)। দুইজনের মৃতদেহ জীবাণু মুক্ত করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।           

ডা. খায়রুল বাশার মোমিন জানান, সর্দি, জ্বর, ডায়রিয়া নিয়ে খোরশেদ আলী শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন।  চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, করোনা উপসর্গ নিয়ে গুল নাহার রোববার সকালে হাসপাতালে ভর্তি হন।  চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

 

আলমগীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়