ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় করোনায় মৃত বেড়ে ৬২, আক্রান্ত ৩৩৭৫

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় মৃত বেড়ে ৬২, আক্রান্ত ৩৩৭৫

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন আরো একজন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭৫ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি (৭০)  বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা। শহীদ জিয়াউর রহমান মেডিকক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য নিশ্চিত করেছেন।

অনলাইন প্রেস বিফ্রিংয়ে সিভিল সার্জন কাযালয়ের এই কমকর্তা জানান, সোমবার (৬ জুলাই) বগুড়ায় ৩৮২ জনের নমুনার ফলাফলে ৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৪৭ জন, শাজাহানপুর উপজেলায় ৬ জন, শেরপুর উপজেলায় ১২ জন, শিবগঞ্জ উপজেলায় ২ জন এবং  কাহালু উপজেলায় ১জন।

জেলায় এ পর্যন্ত ৩৩৭৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন  ১০২৩ জন।

 

আলমগীর/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়