ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এন্ড্রু কিশোরের মৃত্যুতে ভক্তদের ঢল

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি।

মৃত্যুর পর রাজশাহী মহানগরীর মহিষবাথান এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে ভিড় করেন এই কিংবদন্তি শিল্পীর অসংখ্য ভক্ত। আসেন এলাকার মানুষ। এসময় জনপ্রিয় এ শিল্পীর স্মৃতিচারণ করে বেগাপ্লুত হয়ে পড়েন তার ভক্তরা।

শিল্পীর চার দশকের ভক্ত রাজশাহী বেতারের নিয়মিত উপস্থাপক নাট্য প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা বলেন, ‘বেশ কিছুদিন থেকেই এন্ড্রুদার খোঁজ-খবর রাখছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন ভাবতেও পারিনি। আমি তার গানের ভক্ত ছিলাম। কিছুটা সংগীত চর্চাও করি। তিনি চলে যাওয়ায় আমার একজন প্রাণের মানুষকে হারালাম।’

আরেক ভক্ত রাজু আহমেদ বলেন, ‘আমার বাড়ি এন্ড্রুদার বাড়ির পাশেই। তিনি রাজশাহী আসলেই আমরা তার কাছে যেতাম। গান শোনার জন্য আবদার করতাম। তিনি আমাদের গান শোনাতেন। কিছুতেই বিমুখ করতেন না।’

এদিকে এন্ড্রু কিশোরের মৃত্যুর সংবাদ পর মাত্র আধা ঘণ্টার মধ্যে অসংখ্য মানুষ তার বাড়ির সামনে ভিড় করেন। রাত নয়টার দিকে সেখানে উপস্থিত হন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 

 

তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়