ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বান্দরবানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৬

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বান্দরবানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৬

বান্দরবানের সদর উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।  

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বাগমারা এলাকায় গোলাগুলি হয়। নিহতরা সবাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্রুপের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৭টার দিকে স্থানীয় রতন তঞ্চঙ্গার বাসায় কয়েকজন নাশতার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, জেএসএস এমএন লারমা গ্রুপের সমন্বয়ক রতন তঞ্চঙ্গা, সদস্য বিমল কান্তি চাকমা, ডেবিট মারমা, প্রগতি চাকমা, দিপেন ত্রিপুরা ও জয় ত্রিপুরা।

স্থানীয় নোয়াপতং ইউনিয়নের পরিষদের সদস্য মিচি মারমা বলেন, তিনি ঘটনাস্থলে ছয়জনের লাশ দেখেছেন। গুলিবিদ্ধ বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁঁছায়। তারা আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান। যৌথ বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, সম্ভবত চারজন নিহত হয়েছে। তবে তিনি পরে বিস্তারিত বলতে পারবেন বলে জানান।  

 

বাসু/ইভা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়