ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৮৬২

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৮৬২

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় এক নার্সসহ নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬২ জনে।

মঙ্গলবার (০৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদুপুর উপজেলায় ২ জন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৬৭১ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৫ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৪৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৭৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ‌্য, করোনা আক্রান্ত ৮৬২ জনের মধ্যে সদর উপজেলায় ২৪৮ জন, মুকসুদপুর উপজেলায় ১৮৪ জন, কাশিয়ানী উপজেলায় ১৬১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২৭ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।


বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়