ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেহেরপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেহেরপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেহেরপুরের কিন্ডারগার্টেন স্কুলের বিপাকে পড়া শিক্ষকরা ঋণ ও অনুদানসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সামাজিক স্বাস্থবিধি মেনে কিন্ডার গার্টেনের সব শিক্ষক এ অবস্থান কর্মসূচিতে মিলিত হন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন- মেহেরপুর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব আলী, অধ্যক্ষ জানে আলম, পরিচালক ফজলুল হক মন্টু, সেলিম হোসেন মোল্লা, ফায়েল উদ্দিন প্রমুখ।

কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তোলেন।

এসময় মেহেরপুরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, অধ্যক্ষ ও সহকারী  শিক্ষক-শিক্ষিকারা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

মহাসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়