ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাণীনগরে উদ্ধার করা মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাণীনগরে উদ্ধার করা মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

নওগাঁর রাণীনগরে উদ্ধা করা কষ্টি পাথরের ১১২ কেজি ওজনের বিষ্ণু মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নওগাঁর পাহাড়পুর যাদুঘরের কাষ্টোডিয়ান আবুনসাইদ ইনামের হাতে মূর্তিটি তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল   মান্নান   মিয়া (বিপিএম) । 

এসময় রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক,জেলা ইন্টেলিজেন্ট অফিসার (ডিআইও) ইন্সপেক্টর নন্দিতা সরকার, দেলোয়ার হোসেনসহ রাণীনগর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওসি মো. জহুরুল হক জানান, গত ৯ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটকৈ গ্রাম থেকে ১১২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার নিয়মিত থানা পরির্দশন করতে এসে উদ্ধার করা মূর্তিটি হস্তান্তর করেন।

 

এ কে সাজু/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়