ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরায় ৫ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরায় ৫ জেলেকে জরিমানা

চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় পাঁচ জেলেকে জরিমানা এবং ৬ হাজার মিটার জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর পতেঙ্গা থানার মেরিন একাডেমি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট শিরীন আক্তার ও মো. ওমর ফারুক।

ম্যাজিট্রেট ওমর ফারুক রাইজিংবিডিকে জানান, সমুদ্রে মাছ শিকারের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় মেরিন একাডেমি এলাকায় মাছ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ছয় হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিট্রেট জানান।

 

 

মো. রেজাউল করিম/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়