ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫০৬

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫০৬

নরসিংদীতে নতুন করে আরো ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫০৬ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- নরসিংদী সদরে ১০ জন ও রায়পুরা উপজেলায় ১ জন।

বুধবার (৮ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ৬ জুলাই মোট ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) ও কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে পাঠানো হয়।  এসব নমুনা পরীক্ষার ফলাফলে আইপিএইচ এর পাঠানো ৩০টি নমুনার মধ্যে পজিটিভ আসে ৭টি ও আইসিডিডিআরবিতে পাঠানো ১২টি নমুনার মধ্যে পজিটিভ আসে ৪টি।

এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১৫০৬ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৯৪০ জন, শিবপুর উপজেলায় ১৩৯ জন, পলাশ উপজেলায় ১২৭ জন, রায়পুরা উপজেলায় ১১৯ জন, বেলাব উপজেলায় ৯২ জন ও মনোহরদী উপজেলায় ৮৯ জন। 

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৯০ জন।  মারা গেছেন ৩৭ জন।  এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, বেলাব উপজেলায় ৫ জন, রায়পুরা উপজেলায় ৪ জন, মনোহরদী উপজেলায় ২ জন, পলাশ উপজেলায় ২ জন এবং শিবপুর উপজেলায় ১ জন।

 

হানিফ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়