ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভেজাল গুড় তৈরির কারখানায় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভেজাল গুড় তৈরির কারখানায় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার সদর উপজেলায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার হরিনারায়ণপুর এলাকায় সৌখিন সাহার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হরিনারায়ণপুর এলাকার ওই কারখানায় কেমিক্যাল, চিনি, ডালডা ও গুড় মিশিয়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরি হচ্ছিলো। কারখানার পাশের গোডাউনে গিয়ে চোখ কপালে উঠার মতো অবস্থা! গুড়ের কারখানায় চিনির গোডাউন। সেখানে ১২৫ বস্তা চিনি, ১৫ বস্তা আটা ও ৩৪ কোলা (মাটির তৈরি পাত্র) গুড় ঘুটঘুটে অন্ধকার কক্ষে রাখা ছিল। সেসব গুড়ের মধ্যে পোকা কিলবিল করছিল। 

তিনি জানান, ভোক্তা অধিকার আইনে কারখানার মালিক সৌখিন সাহাকে জরিমানা করা হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন, র‌্যাব-১২ এবং জেলা আনসারের সদস্য উপস্থিত ছিলেন।

 

কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়