ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে নকল স্যানিটাইজার জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক. গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩১, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে নকল স্যানিটাইজার জব্দ, জরিমানা

গাজীপুরে পৃথক ভ্রাম্যমাণ আাদালতের অভিযানে নকল স্যানিটাইজার জব্দ এবং বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। 
 
বুধবার (৮ জুলাই) পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রাণী  কর্মকার। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের শহীদ নেয়ামত সড়ক এলাকার পাঁচটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসিগুলো থেকে বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার, নকল জীবাণুনাশক, চিকিৎসককে দেওয়া স্যাম্পল ওষুধ, অননুমোদিত বিদেশি ওষুধ ও সরকারি  হাসপাতালে বিনামূল্যের ওষুধ পাওয়ায় সেগুলো জব্দ এবং পাঁচ ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে, কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করা, চায়ের দোকানে গণজমায়েত হওয়া ও সামাজিক দূরত্ব না মানার জন্য ১৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া দরিদ্র মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

 

হাসমত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়