ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় চিকিৎসকসহ ৩১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় চিকিৎসকসহ ৩১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৩১ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে বুধবার (৮ জুলাই) বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।  

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রীতা রানী মন্ডল, একই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী মাহমুদ, গীতা রানী সরকার, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনোশিয়ান কিশোর কুমার কর্মকার, পল্লী বিদ্যুৎকর্মী ইমদাদুল হক। 

ডা. জয়ন্ত সরকার জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে লাল পতাকা টানানো হয়েছে। 

 

শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়