RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

সাতক্ষীরায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ আক্রান্ত ২৪

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ আক্রান্ত ২৪

সাতক্ষীরায় নতুন করে দুই চিকিৎসক, দুই স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৪ জনে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. জয়ন্ত সরকার জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে বৃহস্পতিবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে নতুন করে ২৪ জনের পজিটিভ আসে।

তিনি জানান, এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে লালপতাকা টানানো হয়েছে।

 

শাহীন/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়