ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নরসিংদীতে নতুন ১৮ জনের করোনা শনাক্ত, মোট ১৫৪৮

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে নতুন ১৮ জনের করোনা শনাক্ত, মোট ১৫৪৮

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৪৮ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।

শনিবার (১১ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৮ জন, শিবপুরে ২ জন, রায়পুরায় ২ জন, বেলাবতে ৪ জন, পলাশে একজন ও মনোহরদী উপজেলা এলাকায় একজন রয়েছেন।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৭৩৩ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৭০৬টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৫৪৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৯৫৮ জন, পলাশে ১২৮ জন, শিবপুরে ১৪৫ জন, রায়পুরাতে ১২২ জন, মনোহরদীতে ৯৬ জন ও বেলাবো উপজেলায় ৯৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২২৮ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৩ জন ও আইসোলেশন মুক্ত হয়েছেন ১২৬৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৮ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৩ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৪ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন মারা গেছেন।

 

মাহমুদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়