ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫৪ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫৪ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত ডা. সানজিদা।

ডা. সানজিদা জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া মেডিক‌্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হযেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, আশুগঞ্জে নয়জন, নাসিরনগরে চারজন, আখাউড়ায় নয়জন, সরাইলে দুইজন, নবীনগরে ১৬ জন, বাঞ্ছারামপুরে চারজন ও কসবায় পাঁচজন রয়েছে।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৫ জন। মারা গেছেন ২৪ জন। এছাড়া, এখনো আইসোলেশনে রয়েছেন ৮৮৮ জন।

 

রুবেল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়