ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিলেটে আবারও বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে আবারও বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের কয়েকটি উপজেলায় আবারও বন্যা হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের খামার। নদী তীরের অনেক এলাকার সড়কও পানিতে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জনগণ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, আজ সকাল ৯টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই সময়ে সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

পাউবোর তথ্য মতে, কানাইঘাটে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সময় পর্যন্ত সিলেটে ৫৫ মিলিমিটার ও শেওলায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। রাতভর বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন চার উপজেলার কয়েক হাজার মানুষ।

এ বছর তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়লেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ। করোনাকালে আকষ্মিক বন্যায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। গত মাসের শেষ সপ্তাহের বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারও বন্যা হয়। এর আগে গত ২৭ মে প্রথম দফায় ও ২৬ জুন দ্বিতীয় দফায় সিলেটে বন‌্যা হয়।  

কানাইঘাট উপজেলার হারাতৈল মাদানীনগর গ্রামের কৃষক কবির আহমদ বলেন, ‘বীজতলায় ধানের চারা গজিয়েছিল। বন্যায় পুরোটাই নষ্ট হয়ে যায়। পরে পানি নামার পর ফের বীজতলা প্রস্তুত করি। এখন আবার পানিতে তলিয়ে গেলো।’

বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়