ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলামসহ দুইজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ জন।

শনিবার (১১ জুলাই) বগুড়া সিভিল সার্জন কাযালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক আব্দুস ছামাদ জানান, আজ সকালে পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ ২৫ জন, নারী ও শিশু ২৩ জন। জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৯ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৯০ জন।

 

আলমগীর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়