ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নওগাঁয় আরও ৪৮ জনের করোনা শনাক্ত

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নওগাঁয় আরও ৪৮ জনের করোনা শনাক্ত

নওগাঁয় আরও ৪৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭৪ জন। 

নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ও দুইজন শিক্ষক রয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মুর্শেদ এ সব তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টারের ল্যাব থেকে ৩৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৮ জনের রিপোর্ট পজিটিভ। তাদের মধ্যে সদর উপজেলায় আটজন, পত্নীতলায় ১০, আত্রাইয়ে তিনজন, মহাদেবপুরে একজন, সাপাহারে ১০, ধামইরহাটে পাঁচজন, মান্দায় দুইজন, নিয়ামতপুরে তিনজন ও পোরশা উপজেলায় একজন রয়েছেন।

জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মুর্শেদ জানান, নতুন শনাক্ত রোগীদের বেশিরভাগের শরীরে জটিল উপসর্গ নেই। তাদের বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে।

জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। সেখানে শনাক্ত হওয়া ২৫৯ জনের মধ্যে ৯০ শতাংশ পৌর এলাকার বাসিন্দা।

 

সাজু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়