ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আরিচা পয়েন্টে যমুনার পানি ৬ সেমি বেড়েছে

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আরিচা পয়েন্টে যমুনার পানি ৬ সেমি বেড়েছে

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে। তবে তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার মো. ফারুক হোসেন শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় জানান, গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত পানি কমলেও শুক্রবার (১০ জুলাই) রাত থেকে তা বাড়তে শুরু করে।

এদিকে, জেলায় নদীর ভাঙন অব্যাহত থাকায় মানুষ নিরাপদ আশ্রয়ে তাদের বসতভিটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।  

 

চন্দন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়