ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় ১৫ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ১৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎসক ও পুলিশ সদস্যসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপর আড়াইটায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে শনিবার পাওয়া নমুনা রিপোর্টে ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৩৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

 

শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়