ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট

উজানের ঢল এবং ভারিবর্ষণের কারণে বেড়ে চলেছে তিস্তা-ধরলার পানি। পানির চাপ সামলাতে তাই তিস্তা ব্যারেজের সবকয়টি গেট খুলে রাখা হয়েছে।

শনিবার (১১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, পানির চাপে লালমনিরহাটের বেশ কিছু অঞ্চলে ছোট আকারে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অসংখ‌্য পরিবার। নদীতীরবর্তী এসব এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্ভোগ ও উৎকণ্ঠা বাড়ছে। গৃহপালিত পশু-পাখি নিয়েও চরম সমস‌্যায় পড়েছেন পানিবন্দি মানুষেরা।

প্রকৌশলী আব্দুল কাদের বলেন, ‘শনিবার (১১ জুলাই) সকাল ৬টায় তিস্তার দোহানী ব্যারেজ পয়েন্টে বিপৎসসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। বেলা ১২টার সময় তা কমে ২০ সেন্টিমিটারে নেমে আসে। তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘‘এদিন ধরলার পানি কুড়িগ্রাম অংশে বেলা ১২টায় বিপৎসীমার খুব কাছ দিয়ে (২৬. ৪৯ সেন্টিমিটার) প্রবাহিত হয়। এখানে বিপৎসীমা ২৬.৫০ সেন্টিমিটার। শিমুলবাড়ীতেও একই অবস্থা। এখানে ৩১.০৫ সেন্টিসিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ স্থানে বিপৎসীমা ৩১.০৯ সেন্টিমিটার।

‘ধরলার লালমরিরহাট অংশের পাটগ্রাম পয়েন্টে ৫৮.৫৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা ৬০.৩৫ সেন্টিমিটার।”


ফারুক আলম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়