ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার কাজে হরিলুটের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার কাজে হরিলুটের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার চাঁদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার, নামমাত্র সিমেন্ট ব‌্যবহার, সঠিকভাবে কিউরিং না করা, দেওয়ালে সিরিষ না করে রঙ করা, কাঁচা কাঠ দিয়ে দরজা বানানোসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী এ সমস্ত অনিয়মের ফলে কাজটি বন্ধ করে দিয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, ইউপি সদস্য সেলিম ও স্বাস্থ্য কমপ্লেক্সের জমিদাতা আব্দুর রহিম এসব তথ‌্য নিশ্চিত করেন।

তারা জানান, ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতেই মেরামত কাজ চলছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা স্বাস্থ্য প্রকৌশলীর তত্ত্বাবধানে প্রায় নয় লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট চাঁদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের মেরামতের কাজের টেন্ডার হয়।

অলক কুমার কুন্ডু নামের এক ঠিকাদার এ কাজটি পান। ঠিকাদার অলোক কুমার কুন্ডু বলেন, ‘কাজ মিস্ত্রিদের কন্ট্রাক্ট দিয়েছি। এদিক সেদিক হতে পারে। এলাকাবাসী কাজে বাঁধা দেওয়ায় এখন কাজ বন্ধ আছে।’

এদিকে কুষ্টিয়া স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের কাজ ভাল হচ্ছে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না।’

কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব বলেন, ‘কাজে অনিয়মের কথা শুনেছি। ঠিকাদারকে কিছু বলতে গেলেই দলীয় প্রভাব দেখায়। তবে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।’

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, ‘পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’


কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়