ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিয়ে করতে এসে জরিমানা দিলো বর

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিয়ে করতে এসে জরিমানা দিলো বর

লালমনিরহাটের পাটগ্রামে বিয়ে করতে এসে বরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মুচলেকা দিতে হয়েছে। 

শনিবার (১১ জুলাই) রাতে হাতিবান্ধা থেকে বর দেলোয়ার হোসেন (২৮) পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আব্দুল জব্বারের বাড়িতে বিয়ে করতে এসেছিলেন। কনের বয়স ছিল মাত্র ১৬। 

বর দেলোয়ার হোসেন হাতিবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের আবু হোসেনের ছেলে।

এই খবর পৌঁছে যায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের কাছে। রাত পৌনে ১২টায় তিনি ছুটে আসেন ওই বিয়ে বাড়িতে।

ভ্রাম্যমাণ আদালত বর দেলোয়ার হোসেনকে ২৫০০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দেলোয়ার হোসেন জরিমানার অর্থ এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মশিউর রহমান ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাল্য বিয়ের জন্য এ বরের জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদানের পর তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়