ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নরসিংদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শনিবার (১১ জুলাই) দুপুরে উদ্বোধন করা হয়েছে। নরসিংদী শহরের প্রস্তাবিত শেখ ফজিলাতুন্নেছা পার্কে নিম, জাম ও আমলকিসহ বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর এ বি এম আমির হোসেন, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

আলোকিত নরসিংদীর সভাপতি বলেন, জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খোলা মাঠ ও রাস্তার দুইপাশে আগামী এক মাসে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর বর্ষা মৌসুমে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়