RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

খুলনার তিন রেড জোনে শিথিল হচ্ছে লকডাউন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনার তিন রেড জোনে শিথিল হচ্ছে লকডাউন

অনলাইনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রেড জোন হিসিবে চিহ্নিত খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে লকডাউন আগামী ১৬ জুলাই থেকে শিথিল হচ্ছে। ইতোমধ্যে এসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক কমেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়েছে।

জুম অ্যাপের মাধ্যমে কমিটির সদস্যরা সভায় যুক্ত হন। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে গত ২৫ জুন থেকে লকডাউন করা হয়। দুই সপ্তাহ শেষে দেখা যায়, ওই তিনটি এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ অনেক কমেছে। আগামী ১৬ জুলাই থেকে আর লকডাউন কার্যকর থাকবে না।

খুলনায় কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে।

সভায় আরো জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনের প্রয়োগ অব্যাহত থাকবে। কোরবানির পশুর হাটে যাতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা হয় সেদিকে লক্ষ রাখা হবে। অনলাইনে কোরবানির পশু কেনাবেচার জন্য প্রচার চালানো হবে। করোনার সুযোগ নিয়ে মাদক কারবারিরা যাতে তৎপর না হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে এবং মাদকবিরোধী অভিযান বাড়ানো হবে।

 

 

খুলনা/নূরুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়