ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা পরীক্ষা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা পরীক্ষা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে সাময়িকভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) থেকে ওই হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রধান প্রফেসর জাকিউর রহমান এবং সমন্বয়কারী ডা. আতিকুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

মাইনুদ্দীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়