ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে করোনা আক্রান্ত হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যশোরে করোনা আক্রান্ত হাজার ছাড়ালো

যশোরে নতুন করে আরো ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪৮ জনে।

সোমবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন যশোর সদরে ৩১ জন, শার্শা উপজেলায় ১২ জন, মনিরামপুর উপজেলায় ৬ জন, ঝিকরগাছা উপজেলায় ৫ জন, চৌগাছা উপজেলায় ৪ জন, কেশবপুর উপজেলায় ৩ জন, অভয়নগর উপজেলায় ২ জন ও বাঘারপাড়া উপজেলায় ১ জন।

এ ছাড়া জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১০৪৮ জনের মধ্যে মারা গেছেন ১৫ জন।  সুস্থ হয়েছেন ৪৯৬ জন।

এদিকে করোনা আক্রান্ত যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের শারিরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ডা. রেহেনেওয়াজ। 

 

যশোর/রিটন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়