ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুকুর নয়, এটি স্কুলের মাঠ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুকুর নয়, এটি স্কুলের মাঠ

চারিদিকে পানি আর পানি। দেখলে মনে হবে পুকুর। আসলে না। এটি একটি স্কুল। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠের চিত্র।

বিদ‌্যালয়েরে মাঠটিই এলাকার শিশুদের একমাত্র খেলার মাঠ। এটিই এখানকার একমাত্র খেলার মাঠ। মাঠটিতে বছরের বেশির ভাগ সময়ই জলাবদ্ধতা থাকে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে মাঠটি।

স্থানীয়রা জানান, প্রতিবছর খেলার মাঠ উন্নয়নের টাকা আসে তবে কোনো কাজ হয় না। ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা এসেছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। টাকা কোথায় যায় প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি ভালো জানেন।

সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন অভিযোগ করে বলেন, ‘স্কুলমাঠে মাটি ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিলো। কিন্তু সেই টাকার সম্পূর্ণ কাজ হয়নি। নামমাত্র কয়েক ট্রলি বালু ফেলে পুরো টাকা আত্মসাৎ করেছেন জাসদ নেতা জালাল। এ বিষয়ে জানতে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পাশ কাটিয়ে যান।’

স্থানীয় জাসদ নেতা জালাল বলেন, ‘আমি কিছু কাজ করেছি। কাজ না করলে কিছুই তো করার ছিল না। এছাড়া আর কিছু বলতে পারব না।’

মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠটি প্রতিবছরই বর্ষার সময় পানিতে ডুবে যায়। ইতোপূর্বে মাঠটি ভরাট করা হয়েছিলো। তবে তা যথেষ্ট না। আরও ভালো করে ভরাট করা প্রয়োজন।’

ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন বলেন, ‘বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। বিষয়টি জরুরীভাবে সমাধানের ব্যবস্থা করতে হবে।’

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়