ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাটমোহরে চুরি হওয়া গরুসহ ৩ চোর আটক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাটমোহরে চুরি হওয়া গরুসহ ৩ চোর আটক

পাবনার চাটমোহরে চুরি হওয়া গরু ও চুরির কাজে ব‌্যবহৃত গাড়ি করিমনসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে চোরদের আটকের পর সোমবার (১৩ জুলাই) আটক ব‌্যক্তিদের আদালতের নেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের শাহীন হোসেন ওরফে ঝালাই শাহীন (২৮), একই গ্রামের আবদুর রশীদ (৪৬) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের কুদ্দুস প্রামানিক (৪০) ।

পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের শাহপুরের দরিদ্র কৃষক আমিরুলের দুটি ষাঁড় গরু গত ১৫ জুন গভীর রাতে বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয়। খোঁজাখুঁজির করে কোথায় গরু না পেয়ে দ্বারস্ত হন থানার। আমিরুলের আকুতি দেখে রোববার রাতে অভিযানে নামেন ওসি আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি দল। রাতেই গরু উদ্ধারে অভিযান শুরুর পর প্রযুক্তির সহায়তায় একে একে আটক করা হয় তিন গরু চোরকে। সেই উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে চুরি যাওয়া দুই ষাঁড় গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি করিমন গাড়ি জব্দ করা হয়।

পুলিশের এমন কাজ দেখে মুখে হাসি ফেরে দরিদ্র কৃষক আমিরুলের। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘গরু চুরি যাওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। তবে যেভাবে ওসি স্যার খুব দ্রুত সময়ের মধ্যে আমার গরু দু’টি উদ্ধার করে দিলেন তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি এই থানায় নতুন যোগদান করেছি। আমিরুল ইসলাম নামে ওই দরিদ্র কৃষকের কান্না দেখে খুব কষ্ট লেগেছিল। অভিযান শুরুর পর তাৎক্ষণিক সফলতাও মিলেছে।’

 

 

শাহীন রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়