RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

সাতক্ষীরায় এমপি রবিসহ করোনায় আক্রান্ত ৬

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় এমপি রবিসহ করোনায় আক্রান্ত ৬

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও একই পরিবারের তিনজনসহ মোট ছয় জন করোনায় আক্রন্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৯১ জন করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা আক্রান্তরা হলেন- সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, শহরের ইটাগাছা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ‌্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুস সবুর, তার স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো. আবু সাইদ, সদর উপজেলার ঘোনা গ্রামের প্রসাদ কুমার মজুমদার এবং তালা উপজেলার মুরাকোলিয়া গ্রামের হাজিরা বেগম।

খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে ছয় জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

ডা. হুসাইন শাফায়াত জানান, উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি সোমবার সকালে ঢাকায় রওনা হয়েছেন।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অন‌্য করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

 

শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়