ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বরগুনা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুজন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

মৃত ওই দু'ব্যক্তি হলেন, আবদুস ছালাম (৭০) ও জাহাঙ্গীর আলম খান (৭০) ।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সূত্র থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৭ টার দিকে করোনা উপসর্গ নিয়ে আব্দুস ছালাম হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে করোনা ইউনিটে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। অবস্থা গুরুতর হলে তাকে আ্যম্বুলেন্সে করে বরিশাল পাঠানো হয়। বরিশাল যাবার বিকেলে তার মৃত্যু হয়। এর সোমবার দিবাগত ভোররাতে জাহাঙ্গীর আলম খান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও করোনার উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, মৃত দুজনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


রুদ্র রুহান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়