ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রাঙামাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকায় পাহাড় ধসে সদর উপজেলার সঙ্গে খেদারমারা ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে ইউনিয়নটির কয়েক হাজার পরিবার।

রাঙামাটি জেলায় শনিবার রাত থেকে টানা বর্ষণে পাহাড় ধস হয় বলে স্থানীয়রা জানান।

বাঘাইছড়ি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম খেদারমারা-দূরছড়ি সংযোগ সড়ক। পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি থানা সংলগ্ন এলাকায় সড়কে মাটি পড়ে যোগাযোগ বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন বলেন, পাহাড় ধসের কারণে এখন ওই এলাকার মানুষের নদীপথ ছাড়া যোগাযোগের বিকল্প পথ নেই।

খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, পাহাড় ধসের এলাকাটি বাঘাইছড়ি পৌরসভা এলাকায়। মাটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তিনি মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওই এলাকায় পাহাড়ের মাটি রাস্তায় এসে পড়েছে। যত দ্রুত সম্ভব রাস্তার মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করতে মেয়রকে অনুরোধ করেছেন।

তিনি বলেন, যে এলাকায় ধস হয়েছে, সেখানে কোনো জনবসতি নেই।

 

বিজয়/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়