ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সংকটে বেড়েছে ভোগান্তি

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সংকটে বেড়েছে ভোগান্তি

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রতিনিয়তই ফেরি সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এ নৌরুট পারাপারের জন্য যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে। ফেরি সংকট ও তীব্র স্রোতে নদীতে ফেরি চলতে না পারায় এমন ভোগান্তি হচ্ছে বলে দাবি করেছেন ঘাট কর্তৃপক্ষ।

পরিবহন গাড়িগুলো ঘণ্টাখানেকের অপেক্ষার পর ফেরিতে উঠার সুযোগ পেলেও পণ্যবাহী ট্রাকগুলোকে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে ছোট গাড়িগুলোর নৌরুট পারাপারে কোন ভোগান্তি নেই।

বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঘাট পারাপারের অপেক্ষায় থাকা চারশো যানবাহনের তিনশোই রয়েছে পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি’ আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় মিলে ১৬ টি ফেরি থাকলেও এখন চলাচল করছে মাত্র ১২টি ফেরি। বাকিগুলো মেরামত কারখানায় রয়েছে। যে কারণে প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরিগুলো বেশ পুরাতন। নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। আবার ফেরিরও সংকট রয়েছে।

 

চন্দন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়