ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুন্সীগঞ্জে পানির ট‌্যাংকিতে অবৈধ তেলের পাম্প

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে পানির ট‌্যাংকিতে অবৈধ তেলের পাম্প

মুন্সীগঞ্জে বাসা-বাড়ির ছাদে ব্যবহৃত পানির ট্যাংকিকে তেলের ট্যাঙ্কার বানিয়ে তার সাথে পাম্প মেশিন বসিয়ে বিভিন্ন বাস, ট্রাক ও গাড়িতে অবৈধভাবে তেলের ব‌্যবসা করে আসছিলো তারা।

বুধবার (১৫ জুলাই) গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ও কুমারভোগ এলাকায় এমন পাঁচটি অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) বিকেলে শিমুলিয়া ঘাট হতে কুমারভোগ এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ তেলের পাম্প সিলগালা করে দেওয়া হয়েছে।

আভিযানে মেসার্স চুন্নু ট্রেডাস, ভাই ভাই এন্টারপ্রাইজ, আক্তার এন্টারপ্রাইজ, বসুমতি এন্টারপ্রাইজ ও মেসার্স জলির এন্টারপ্রাইজ প্রত‌্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোশারফ হাসন আখন্দ, উপপরিচালক আরিফ হাসান ও মফিজুল ইসলাম প্রমুখ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।

 

 

রতন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়