ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নীলফামারীতে ২৪ চীনা নাগরিকসহ করোনা আক্রান্ত ৩৮

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নীলফামারীতে ২৪ চীনা নাগরিকসহ করোনা আক্রান্ত ৩৮

নীলফামারী উত্তরা ইপিজেডে কর্মরত ২৪ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টায় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডে কর্মরত ২৪ জন চীনা নাগরিকসহ ২৮ জন। নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের এক কিশোরী, বাবুপাড়ার এক জন, উকিলের মোড় (কুখাপাড়া) এক জন, হাসপাতাল মোড় (ধনীপাড়া সড়ক) এক জন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া ওয়ার্ড-৩ এক জন। জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মধ্য পশ্চিম কাঁঠালী এক জন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়ার এক জন, সৈয়দপুর উপজেলা শহরের নয়াটলা মন্দির এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এক জন, পুরাতন বাবুপাড়া দাউদ ম্যানসন ৭ নম্বর ওয়ার্ডে এক জন ও ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের এক জন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন। এদের মধ‌্যে নীলফামারী সদরে ২৩৪ জন, জলঢাকায় ৮৯ জন, সৈয়দপুরে ৭৩ জন, ডিমলায় ৫৪ জন, ডোমারে ৪৮ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮১ জন। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। মারা গেছেন দুই নারীসহ নয় জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন।

 

 

সিথুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়