ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মায়াবতীর সঙ্গে ছাগল ফ্রি

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মায়াবতীর সঙ্গে ছাগল ফ্রি

মৌলভীবাজারের সদর উপজেলার দক্ষিণ বাহুরবাগ গ্রামের কামাল মিয়ার ষাঁড়টির নাম মায়াবতী। তার ছোট ভাই এই নাম রেখেছেন। মায়াবতীকে আসন্ন কোরবানির ঈদে বিক্রি করে দেবেন। তাই দামাদামি চলছে।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে হাটে না নিয়ে ফেসবুকের মাধ্যমে ষাড়টি বিক্রি করতে চাচ্ছেন কামাল মিয়া৷ তিনি জানান, এর জন্য তিনি ফেসবুকে প্রচারণা চালিয়েছেন। বেশ কয়েকটি গ্রুপে পোস্টও দিয়েছেন। এতে দূর-দূরান্ত থেকে ফোন পাচ্ছেন ষাড়টি কেনার জন্য।

তিনি আরো জানান, তিনি মায়াবতীর দাম হেঁকেছেন ১ লাখ ৯৮ হাজার টাকা। অনেকে ফোন দিচ্ছেন এবং দামদরও করছেন। অনেক জায়গা থেকে লোকজন দেখতে আসছেন। কুলাউড়া উপজেলা থেকে এসে একজন ১ লাখ ৪০ হাজার টাকা দাম বলে গেছেন।

কামাল মিয়া জানান, ষাড়টির ৬ থেকে ৭ মন ওজন হবে। গ্রামীণ পদ্ধতিতে সেটি মোটাতাজা করা হয়েছে। যিনি মায়াবতীকে কিনবেন তাকে বোনাস হিসেবে একটি ছাগল দেওয়া হবে।

সেই ছাগলের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন।


সাইফুল্লাহ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়