ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানিকগঞ্জে ভুয়া ডাক্তারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে ভুয়া ডাক্তারকে ২ লাখ টাকা জরিমানা

মেডিক‌্যালে পড়াশোনা করেননি, নেই বিএমডিসির রেজিস্ট্রেশন। এরপরও নামের আগে ডাক্তার লিখে বিভিন্ন জায়গায় চেম্বার খুলে রোগী দেখতেন তিনি। ভুলভাল ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ।

ভুয়া এ চিকিৎসকের নাম প্রমোদ চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে চেম্বার খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রানা নামের এক ভুক্তভোগী রোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘‘চিকিৎসা বিষয়ে জ্ঞান না থাকলেও রোগীদের ব্যবস্থাপত্র দিতেন ডা. প্রমোদ চক্রবর্তী। তার কাছে চিকিৎসা নিয়ে কোনো সুফল না পাওয়ায় রানা নামের এক ব্যক্তি ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শুনানীর জন্য প্রমোদ চক্রবর্তীকে ডাকা হলে তিনি কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি।

‘পরে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন এবং আর কখনো প্রতারণা করবেন না মর্মে মুচলেকা দেন। সেসময় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।”

 

 

চন্দন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়