ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাটুরিয়া ঘাটে কয়েক শত ট্রাক পারাপারের অপেক্ষায়

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া ঘাটে কয়েক শত ট্রাক পারাপারের অপেক্ষায়

পদ্মা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের পাটুরিয়াপ্রান্তে কয়েক শত পণ্যবাহী ট্রাক পারাপরের অপেক্ষায় রয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বারখ্যাত এই নৌরুটে অচলাবস্থা তৈরি হয়। বিকেলে সেখানে ট্রাকের লাইন দীর্ঘ হয়। 

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লম্বা সারি। ঘাট এলাকায় যানজট এড়াতে পাটুরিয়া-আরিচা সংযোগ মোড়ে ট্রাক আটকে রাখা হয়েছে। পাটুরিয়ার দুটি টার্মিনালে বহু পণ্যবাহী ট্রাক রয়েছে। 

সকালে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ছোট-বড় মিলে ১৬টি ফেরির মধ্যে সকাল থেকে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপরদিকে, যমুনা ও পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে অতিরিক্ত ১৫-২০ মিনিট বেশি সময় লাগছে। ফলে দিনভর পণ্যবাহী ট্রাকের যানজট ছিল।

তিনি জানান, বিকেলে পাটুরিয়া ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। যার বেশিরভাগ পণ্যবাহী ট্রাক। 


ফয়জী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়