ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুন্দরবনে বিষযুক্ত চিংড়ি ও কীটনাশকসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুন্দরবনে বিষযুক্ত চিংড়ি ও কীটনাশকসহ যুবক আটক

সুন্দরবনে বিষযুক্ত চিংড়ি মাছ ও কীটনাশকসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সুন্দরবনের বৈদ্যমারী খাল থেকে তাকে আটক করা হয়।

আটক ইমরান হোসেন (২০) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ফেলুকুন্ড গ্রামের ইছহাক আলীর ছেলে। তার কাছ থেকে বিষ দিয়ে শিকার করা চার কেজি চিংড়ি মাছ ও দুই বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরার অনুমতি বন্ধ থাকার পরও ছয় জেলে পায়ে হেঁটে অবৈধভাবে বনের মধ্যে প্রবেশ করে। তার খালে বিষ দিয়ে মাছ শিকার করে ফেরার সময় বনরক্ষীরা ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ইমরানকে আটক করা সম্ভব হয়।  

শুক্রবার ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়