ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে আরও দুহাজার মাস্ক বিতরণ করলো ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহীতে আরও দুহাজার মাস্ক বিতরণ করলো ওয়ার্কার্স পার্টি

রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে আরও দুই হাজার পিস মাস্ক বিতরণ করেছে ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের আগে রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর পর্যন্ত এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, মিজানুর রহমান টুকু, সদস্য তৈয়বুর রহমান, সীতানাথ বণিক, ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক চঞ্চল প্রমুখ।

মাস্ক বিতরণের সময় দেবাশিষ প্রমানিক দেবু বলেন, ‘আমরা এখন সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এখন বাচঁতে হলে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। তাই পার্টির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করছি।’

করোনা মহামারিতে রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে ওয়ার্কার্স পার্টি। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনা অনুযায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করছেন স্থানীয় নেতারা।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়